সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / ৫ জুন বাজেট অধিবেশন শুরু

৫ জুন বাজেট অধিবেশন শুরু

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/08/Bangladesh-Parlament.jpg?resize=620%2C349&ssl=1
অনলাইন ডেস্ক :
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন আগামী ৫ জুন শুরু হবে। ওইদিন বিকেল পাঁচটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক বসবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌

এ অধিবেশনেই আগামী ৯ জুন আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেট পেশ হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ৯ জুন বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবার স্বাভাবিকভাবে এই অধিবেশন চলবে। সংসদের কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে খুব একটা বিধিনিষেধ থাকবে না। গণমাধ্যম কর্মীদেরও অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে সর্বশেষ ১৭তম অধিবেশনের মতো করোনা পরীক্ষা করতে হবে।

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

গত ৬ এপ্রিল জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/