সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ৮ দেশে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

৮ দেশে মুক্তি পাচ্ছে ‘পরাণ’

অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ। শুরুতে স্বল্প সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে তার চারগুণ বেড়ে ৫৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার এলো নতুন খবর এ সিনেমা যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-কানাডাসহ ৮টি দেশে মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত।

ইয়াসির আরাফাত বলেন, ‘‘দেশের বাইরে ‘পরাণ’ দেখার জন্য দর্শকরা আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশি পরিবেশকরা ‘পরাণ’ প্রদর্শন করতে চাইছেন। শিগগির ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, লন্ডন, ওমান, দুবাই, কানাডাতে মুক্তি পাবে সিনেমাটি। বর্তমানে বিদেশে মুক্তির চুক্তির প্রক্রিয়া চলমান। সুস্থ ধারার বিনোদন দিতে গত ১২ বছর ধরে আমরা সুনামের সাথে কাজ করছি। সেই ধারাবাহিকতায় পরাণ ঈদের মুক্তির পর সাফল্যের সাথে সিনেমা হলগুলোতে চলছে। দর্শক আমাদের সিনেমা গ্রহণ করেছেন এজন্য তাদের কাছে কৃতজ্ঞ।’’

২০২০ সালের ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সে সময় ‘পরাণ’ সিনেমার টিজার দেখেই মুগ্ধ হয়েছিল দর্শক। শোনা যাচ্ছে, একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এখন সিনেমার গল্পটি ঘৃণার নাকি ভালোবাসার–এ জন্য অপেক্ষা করতে হবে সিনেমাটির মুক্তি পর্যন্ত।

‘পরাণ’ সিনেমার প্রযোজক তামজিদ অতুল বলেন, ‘আমি বাংলাদেশের কনটেন্টের পক্ষে। কপি পেস্ট কনটেন্ট দর্শক দেখে না। মানুষ এখন অনেক সচেতন। ডিজিটাল যুগ তাই মানুষ চায় দেশি গল্প, শিল্পী-কলাকুশলীদেরকে। তাই আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী কনটেন্ট নির্মাণ করি। পরাণ’র জয়জয়কার এই জন্যই। সামনে আমাদের সব কনটেন্ট হবে প্রপার দেশি গল্পের। দেশকে রিপ্রেজেন্ট করব। দেশের সংস্কৃতি আন্তজার্তিক অঙ্গনে মেলে ধরতে চাই। আমাদের শক্তি অনেক বেশি, আমাদের কাছে টেকনোলজি, প্ল্যাটফর্ম এবং কনটেন্ট যা দেশের কারো কাছে নেই। বাংলাদেশের প্রথম ওটিটি প্ল্যাটফর্ম আমরাই বানিয়েছি। আমরাই পারবো আমাদের কনটেন্ট আন্তর্জাতিকভাবে তুলে ধরতে।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/