সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ৯ মার্চ পূর্ণ সূর্যগ্রহণ

৯ মার্চ পূর্ণ সূর্যগ্রহণ

Sun Moonপৃথিবী আর সূর্যের মাঝখনে চাঁদের অবস্থানের ফলে চাঁদের ছায়া পড়ে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়াই সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ পূর্ণ বা আংশিক হয়ে থাকে।

এমন-ই এক পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে মার্চ এর ৯ তারিখে। ওই দিন চাঁদ পৃথিবী আর সূর্যের মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পুরোপুরি ঢেকে দিবে। চাঁদের ব্যাসরেখা সূর্যের থেকে বড় দেখা যাবে যার ফলে সূর্যের আলোকে পৃথিবীতে আসতে বাধা দিবে।

২০১৬ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ার কিছু অংশ, সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অঞ্চল থেকে দেখা যাবে। এছাড়াও উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ায় এবং পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে।

গ্রিনিস মান সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ ৮ মার্চ ১১ টা ১৯ মিনিটে শুরু হয়ে ৯ মার্চ ১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবং পরিপূর্ণ গ্রহণ ৪ মিনিট ৯ সেকেন্ড স্থায়ি হবে।

এই ধরনের পূর্ণ সূর্যগ্রহণ আবার দেখা যাবে ২০১৭ সালের ২১ আগস্টে।

সূত্র: রাইজিংবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/