বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২, ০৯:৪০ অপরাহ্ন
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় ও জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)আসন্ন আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের চতুর্থ আসরের ম্যাচ।
মোট সাতটি দলের অংশগ্রহনের ভিত্তিতে এবার মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের চতুর্থ আসর। ৪ নভেম্বর উদ্বোধনী দিনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে রাজশাহী কিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
একই দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস। প্রতিবারের মতো এবারও দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি দুইটার পর দ্বিতীয়টি শুরু হবে সন্ধ্যে সাতটা।
এবারের বিপিএল অনুষ্ঠিত হবে ডাবল লিগ পদ্ধতিতে। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। মিরপুরের শেরে বাংলা এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
সূত্র:risingbd.com,ডেস্ক।
You must be logged in to post a comment.