এম আবু হেনা সাগর, ঈদগাঁও : সম্প্রতি প্রবল বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে ঈদগাঁওবাসীকে লন্ডভন্ড করে দিয়েছে। সে সাথে বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবার স্মরণকালের মত ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, দোকান পাট ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামগঞ্জের লোকজন ‘রাখে আল্লাহ মারে কে’ অবস্থায় দুর্বিসহ জীবন যাপন করে যাচ্ছে। অন্যদিকে ঢলের পানিতে ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কসহ গ্রামের ছোটখাট অসংখ্য সড়ক-উপসড়ক, ব্রীজ, কালভার্ট ক্ষতবিক্ষত হয়ে যান ও জন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এ নিয়ে দারুণভাবে বিপাকে পড়েছে রোজাদার অসহায় লোকজন। সম্প্রতি বন্যার পানিতে বৃহত্তর এলাকার বিভিন্ন বাড়িঘরে পানি ঢুকে পড়ে অনেকে আজ অবদি পর্যন্ত ও সুষ্ঠুভাবে ঘুরে দাড়াতে চাইলেও পারছে না। তাই বৃহত্তর ঈদগাঁও এলাকাকে অবিলম্বে বন্যা দূর্গত এলাকা ঘোষণার দাবী সহ পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা পৌছানোর জোর দাবী জানিয়েছেন লেখক সোসাইটির নেতৃবৃন্দরা। অপরদিকে যারা ত্রাণ সহায়তা দিয়ে দুর্ভোগ আর দুর্গতিতে পড়া অসহায় লোকজনের পাশে দাড়িয়েছেন তাদেরকেও অভিনন্দন জানানো হয়। এদিকে গতকাল ঈদগাঁও বাসস্টেশনস্থ এক হোটেলে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর অন্যতম সাহিত্য ও সামাজিক সংগঠন লেখক সোসাইটির এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা তুলে ধরেন বক্তারা। এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন – দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি ও লেখক সোসাইটির প্রতিষ্ঠাতা এম. আবুহেনা সাগর, সংগঠনের সভাপতি এসএম রুবেল উদ্দীন, সাধারণ সম্পাদক আবু নাছির বাপ্পি, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সিহাব, সদস্য জসিম উদ্দীন জয়, ফয়সাল আল ফিরোজ, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোহাম্মদ সাজেদ, মোবারক হোসেন, শুকান্ত দাস প্রিয়লালসহ আরো অনেকে। পরে ইফতার মাহফিলোত্তর আলোচনা সভা শেষে সংগঠনের অন্যতম কবিতাপত্র “বর্ণালী” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
You must log in to post a comment.