সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ আহত-২

ঈদগাঁওতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ আহত-২

 

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলায় ঈদগাঁওতে পৃথক সড়ক দুর্ঘটনার শিক্ষকসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী মালবাহী ট্রাক ঈদগাঁও গরুবাজারস্থ এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা টমটমকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দিলে টমটমটি মুহুর্তের মধ্য দুমড়ে মুড়চে যায়। এই সময় টমটমে থাকা কামাল মিস্ত্রী গুরুতর আহত হয়। লোকজন আহত কামালকে ঈদগাঁও পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। জনতা তাৎক্ষণিক ট্রাকটি জব্দ করে স্থানীয় পেট্রোল পাম্পে রেখে পুলিশকে খবর দেয়। আহত মিস্ত্রি কামালের সাথে থাকা এক আত্মীয়ের মতে, এই রির্পোট লেখা পর্যন্ত কামালের অবস্থা আশংকা জনক।

একইদিন সকাল ৯টায় ঈদগাঁও বাস ষ্টেশনে ব্রিজ এলাকায় সি.এন.জি ট্রেক্সীর ধাক্কায় এক মটর সাইকেল আরোহী শিক্ষক আহত হন। তবে প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদগাঁও আদর্শ শিক্ষা নিকেতনের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম বাড়ী থেকে মটর সাইকেলযোগে বিদ্যালয়ে আসার পথে বাস ষ্টেশনের নতুন ব্রিজ এলাকায় একটি সিএনজি মটর সাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে গাড়ীর সামনের চাকা খোলে গিয়ে ক্ষয়ক্ষতি হয়। আহত শিক্ষক নুরুল ইসলাম পার্শ্ববর্তী ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/