সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে ফারিয়া’র উদ্যোগে ৫ দফা দাবীতে মানববন্ধন

ঈদগাঁওতে ফারিয়া’র উদ্যোগে ৫ দফা দাবীতে মানববন্ধন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ (ফারিয়া) এর উদ্যোগে ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে। ১৫ অক্টোবর সকাল দশটায় ঈদগাঁও বাজারস্থ নিউ মার্কেট সংলগ্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সরকারী নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেডে সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সামজ্য রেখে টিএ/ডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকরীর নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ (ফারিয়া)কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটি ভোগের বিধানের দাবীতে দেশব্যাপী বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচীর আলোকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ও উক্ত পাঁচ দফা দাবী বাস্তবায়নে ফারিয়ার উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- ফারিয়া ঈদগাঁও শাখার উপদেষ্টা রহমত উল্লাহ, জামশেদ আলী, সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনচারুল করিম সুমন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, আবুবক্কর ছিদ্দিক, এনামুল হক, নারায়ন চন্দ্র সরকার, ইসমাইল, মিলন সরকার, মাহী আলম সুজন, আজিজুল হক, প্রদীপ কুমার সরকার, এইচ এম রুস্তম আলী, গিয়াস উদ্দিন রবিন, সুলতান মাহমুদ রনি, মোহাম্মদ সেলিম, হেফাজত মো: দেলোয়ার সহ আরো অনেকে।

পরে তাদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন- ডা: সুমাইয়া সুলতানা ও নজরুল ইসলাম। এ সময় ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম আবুহেনা সাগর, সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ঔষুধ শিল্প আজকের এ অবস্থানে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মার্কেটিংয়ে নিয়োজিত প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্রতিনিধি। দিনরাত পরিশ্রমের ফসলই আজকে বিশ্ব দরবারে ঔষুধ শিল্পে বাংলাদেশের আধিপত্য। কিন্তু সত্য যে, আজ তারাই অবহেলিত, নির্যাতিত। ন্যায্য বেতন পায়না, সরকারী ছুটি নাই, কোন নির্ধারিত কর্মঘন্টা নাই। কোম্পানীগুলো তাদের ইচ্ছেমত নীতিমালা তৈরী করে তাদেরকে শোষণ করে চলছে বলে এক সূত্রে প্রকাশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/