সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁওতে বাস্তুহারা লীগের সভা অনুষ্ঠিত

ঈদগাঁওতে বাস্তুহারা লীগের সভা অনুষ্ঠিত

A-Leegএম আবু হেনা সাগর, ঈদগাঁও:
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে আওয়ামী বাস্তুহারালীগের এক সভা জেলা শাখার সহ-সভাপতি মাষ্টার নাছির উদ্দীনের সভাপতিত্বে ২৮ নভেম্বর সন্ধ্যায় ঈদগাঁও বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী বাস্তুহারালীগ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
অন্যদের মাঝে উপস্থিত থেকে স্ব স্ব মতামত ব্যক্ত করেন বাস্তুহারালীগ জেলা শাখার নেতা আবুহেনা, রিফাত, কক্সবাজার সদর উপজেলা বাস্তুহারালীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর আহমদ, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, ইসলামাবাদ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাইমুম ও ইমনসহ প্রায় অর্ধশতাধিক তৃণমূল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা দিন বদলের সনদ বাস্তবায়নে বর্তমানে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই বলে উল্লেখ করেন এবং দেশের নানা স্থানে উন্নয়ন কর্মকান্ড নিয়ে এগিয়ে যাচ্ছে এ সরকার।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১০ ডিসেম্বর একটি বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগ
১৬ ডিসেম্বর তথা মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে এক জরুরী সভা ২৮ নভেম্বর বিকেলে বাসস্টেশনস্থ পাহাড়িকা কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডির সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন সাদেকুর রহমান সাদেক, জসিম উদ্দীন, ওবাইদুল হক, টিপু, এম রাসেল মিয়া, স্বপন দাস, আলী হোছন, কাশেম। এসময় উপস্থিত ছিলেন আবছার কামাল, রাহুল পালসহ বিভিন্ন ইউনিয়ন ও ইউনিট থেকে আসা বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা। জরুরী সভায় বিজয় দিবসের দিন নবনির্মিত ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল বিজয় মিছিল সহকারে পুষ্পমাল্য অর্পণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/