এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে রত্নাগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা দিলেন ঢাকাস্থ সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক টিম।
৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঈদগাঁও ইউনিয়ন টান্সপোর্টস্থ রত্নাগর্ভা বিদ্যালয়ে ঢাকার ডেন্টাল হাসপাতাল থেকে আগত ৭৪ জনের চিকিৎসক টিম স্কুলে ৪শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এই কার্যক্রমের আওতায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদ্বারা এ দন্তরোগ নির্ণয় করানোর সুযোগ পায়।
তৎমধ্যে ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারদের এ দলটির নেতৃত্বে ছিলেন অধ্যাপক ডা: মোহাম্মদ তৌফিক হোসেন চৌধুরী। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, হাসপাতাল সহকারী অধ্যাপক ডা: সুজন কান্তি নাথ, ডা: আশেক এলাহী নূর, ডা: ক্লোপা পিনা পোদ্দার, ডা: খালিদ হাসান পাশা, ডা: ওমর শরিফ, ডা: গোলাম শাইন আসলাম, ডা: সুভানা ইসলাম ও ডা: শিরিন শিলা।
অন্যদের মাঝে অংশ নেন- বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য আজিজুল হক সিকদার, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, নাজিফা আকতার, মাওলানা মোহাম্মদ আলম, আবু বক্কর ছিদ্দিকসহ অনেকে। শিক্ষার্থীরা বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা নিতে পেরে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বলেন, ঢাকা থেকে আগত ৭৪ জনের চিকিৎসক টিম বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ধারা যেন অব্যাহত রাখতে পারি সকলের সহযোগিতা কামনা করছি।
চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা: মোহাম্মদ তৌফিক হোসেন চৌধুরী জানিয়েছেন, সাপ্পোরো ডেন্টাল কলেজ এন্ড হাসপাতাল বিগত ৫ বছর ধরে কক্সবাজারে বিভিন্ন অঞ্চলে ডেন্টাল ক্যাম্প ও ওরাল হেলথ সার্ভে কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের দন্তরোগের এ ক্যাম্প। এভাবে দেশ ব্যাপী সেবা পৌছিয়ে দিতে আমরা বদ্ধ পরিকর।
You must log in to post a comment.