টানা ভারী বর্ষণ আর বিপদ সংকেতকে তোয়াক্কা না করে চলমান ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে উঠতি প্রজন্মের তরুণ যুবকরা ফের ভোটার হতে মরিয়া হয়ে উঠেছে। আবার ভোটার হতে গিয়ে অনেকে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বলেও এক সূত্রে প্রকাশ। জানা যায়, কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জের তরুণ প্রজন্মের যুবকরা ভারী বর্ষণেও চলমান ভোটার তালিকার সুযোগকে কাজে লাগিয়ে ভোটার হতে ইচ্ছা পোষণ করেন। এ লক্ষ্যে তারা মা-বাবা, ভাই-বোন ও অপর একজন আত্মীয়ের ভোটার আইডি কার্ড, জমির খতিয়ান, জন্ম নিবন্ধন কার্ড ও প্রত্যয়ণ পত্রের ফটোকপিসহ রক্তের গ্রুপ সংগ্রহের কাজে মহাব্যস্ত হয়ে পড়তে দেখা যায়। অন্যদিকে এসব জিনিসপত্র ফটোকপি করতে ঈদগাঁও বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকানে প্রচন্ড ভিড় জমাচ্ছে। আবার ভোটার হতে ইচ্ছুক এমন অনেকে ভোটার ফরম সংকটের খবরে মহা চিন্তায় পড়েছে। এ ব্যাপারে ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদের সাথে এ প্রতিনিধি কথা হলে, তিনি ভোটার হালনাগাদের শেষ তারিখ ৫ আগস্ট এবং তার ওয়ার্ডের জন্য ৭০টি ফরম এসেছে বলেও জানান। আবার বেশ কয়েকজন ভোটার ইচ্ছুক যুবকের মতে, ভোটার হতে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে দুর্ভোগ আর দূর্গতির পাশাপাশি নানাভাবে হয়রানির শিকার হচ্ছে বলে জানান।
এদিকে বৃহত্তর এলাকার ভোটার হতে ইচ্ছুকরা ভোটার হালনাগাদ তালিকার শেষ মুহুর্তে তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভোটার হতে ফের মরিয়া হয়ে উঠতে দেখা যায়। অন্যদিকে সচেতন মহলের মতে, এবারের চলমান ভোটার হালনাগাদ তালিকায় নাফ নদী থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আহবানও জানান।
You must be logged in to post a comment.