প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া, পালপাড়া, মন্ডল পাড়া, জালালাবাদ, পোকখালী ইউনিয়নের কমলাপাড়া, আল ফজলপাড়া, মধ্যম পোকখালী, ইসলামাবাদের টেকপাড়া, পাঁহাশিয়াখালী, সিকদারপাড়া, ইউসুফেরখীল এবং ইসলামপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে। শুক্রবার দিনব্যাপী সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত এসব এলাকায় চাউলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
ত্রাণ তৎপরতা তদারকি করছেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান আযাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, যুবলীগ নেতা নাছির উদ্দিন জয়, দিদারুল ইসলাম, জিয়াবুল মোর্শেদ ফরাজি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নওশেদ মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন, সাইফুল, ফিরোজ উদ্দিন খোকা, আনোয়ারুল আজিম খোকন, রাশেদ মিয়া, হেলাল উদ্দিন প্রমূখ।
এদিকে, সম্প্রতি কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বানভাসী মানুষের মাঝে কক্সবাজার সদর, ঈদগাঁও ও রামু উপজেলার বিভিন্ন দূর্গম এলাকায় অষ্টম দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখেন এমপি কমল।
You must be logged in to post a comment.