সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর শিক্ষক সলিম উল্লাহর মৃত্যু : জানাযায় মানুষের ঢল

ঈদগাঁওর শিক্ষক সলিম উল্লাহর মৃত্যু : জানাযায় মানুষের ঢল

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

বহুগুণে গুণান্বিত, শিক্ষা সংস্কারক, বহুমাত্রিক প্রতিভার অধিকারী বৃহত্তর ঈদগাঁও জনপদের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সর্বশ্রেণীপেশার মানুষের প্রিয় শিক্ষক সলিম উল্লাহ স্যারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত গোটা এলাকাবাসী। ৩ মে রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না……. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

তিনি ১৯৪৫ সালে রামু উপজেলার বর্তমান রশিদ নগর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মাছুয়াখালীর বিশিষ্ট জমিদার নুরুল হক সিকদার। প্রবীণ শিক্ষক ও শিক্ষাবিদ মোঃ সলিম উল্লাহ দীর্ঘ ত্রিশ বছরেরও অধিক সময় ধরে জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে সুনাম, খ্যাতি অর্জনের পাশাপাশি সর্বস্তরের গণমানুষের ভালবাসা ও আস্থার মুকুট ছিলেন।

ঈদগাহ হাইস্কুলে দায়িত্ব থেকে ১১ বছর পূর্বে ২০০৬ সালের দিকে অবসর গ্রহণ করেন। শিক্ষা সংস্কৃতিতে অপেক্ষাকৃত পশ্চাৎপদ বৃহত্তর ঈদগাঁওর নারী শিক্ষা ও উচ্চ শিক্ষা বিস্তারে সলিম স্যারের অবদান অনস্বীকার্য। তিনি ঈদগাহ কলেজের প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুর খবরে সকলের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

এদিকে ৪ মে দুপুর ২টায় তার প্রিয় বিদ্যালয় ঈদগাহ হাইস্কুল মাঠে প্রথম নামাজে জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের ঢল নামে। তবে শেষবারের মত প্রিয় শিক্ষককে বিদায় দিতে গুণগ্রাহী, প্রাক্তন শিক্ষার্থীরা ভিড় জমান মরহুমের চেহারা একনজর দেখতে। অনেকে তাঁকে বিদায় দিতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে কাঁদতেও দেখা যায়। এদিকে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়।

নামাজে জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর-রামু আসনের সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অবঃ) ফোরকান আহমদ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী। মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বেলাল উদ্দীন ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষক এস.এম তারেকুল হাসান তারেক। মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম।

অপরদিকে দ্বিতীয় নামাজে জানাযা তাঁর এলাকাস্থ মাছুয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। সেখানেও বিপুল সংখ্যক এলাকাবাসী জানাযায় শরীক হন। জানাযা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দেন – ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সভাপতি এম. আবু হেনা সাগর, সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, সহ-সভাপতি- এম. শফিউল আলম আজাদ, সহ-সাধারণ সম্পাদক এইচ.এম রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দীন আরফাত, সদস্য এম. ছরওয়ার সিফা, মিজবাহ উদ্দীন, রফিকুল ইসলাম লিটন, মফিজুল ইসলাম মফি, নিজাম উদ্দীন ও বজলুর রহমান।

অপরদিকে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ২০০২ সালের প্রাক্তন ছাত্রদের পক্ষে বিবৃতি দেন – কক্সবাজার সিটি কলেজ প্রভাষক দিদারুল ইসলাম, ক্রীড়াবিদ মিজানুর রহমান, হারুনর রশিদ, সরকারী কর্মকর্তা আশেক, সাংবাদিক এম. আবুহেনা সাগর, ব্যবসায়ী মুফিজুর রহমান, আবদুল গফুর, ব্যাংকার দিদারুল ইসলাম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষক আনিসুর রহমান, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা নওশাদ মাহমুদ, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ আবু মুছাসহ আরো অনেকে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/