সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঈদগাঁও ইউনিয়ন পরিষদটি ঝুঁকিপূর্ণ : দ্রুত সংস্কার দাবী

ঈদগাঁও ইউনিয়ন পরিষদটি ঝুঁকিপূর্ণ : দ্রুত সংস্কার দাবী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

 

কক্সবাজার জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক উপশহর ঈদগাঁও ইউনিয়ন পরিষদটিতে ফাটল ধরেছে। যে কোন মূহুর্তে ধসে পড়ার আশংকাও রয়েছে।

দেখা যায়, বহু বছর ধরে ঈদগাঁও বাজারস্থ এ পরিষদটিতে নিয়মিত কার্যক্রম চলে আসছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর পূর্ব থেকে পরিষদের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। ঐ ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় অব্যাহত রয়েছে স্বাভাবিক কাজকর্ম। তারপরেও সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ এ ঝুঁকিপূর্র্ণ পরিষদটি পরিত্যাক্ত ঘোষনা করেনি। বিশেষ করে, দেশব্যাপী সরকার অত্যাধুনিক সুবিধা সম্বলিত ইউপি ভবন নির্মাণ করলেও অতীব গুরুত্বপূর্ণ ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভাগ্যে এখনো জুটেনি এ অত্যাধুনিক ভবন। যার ফলে ইউনিয়নের হাজার হাজার জনগনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। জরাজীর্ণ এ পরিষদটি বাজার ও প্রধান সড়ক থেকে নিচু হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে এবং পার্শ্ববতী ঈদগাঁও নদীর ঢলের পানিতে ডুবে থাকে। যার দরুণ একদিকে ফাটল, অন্যদিকে বর্ষায় পানিবন্দী হওয়া ও জায়গার অপ্রতুলতার কারণে চরম ঝুঁকিতে সেবা দিতে হচ্ছে ইউনিয়নের জনগণকে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি- ইউপি পরিষদটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ।

তিনি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকেও অবহিত করেছেন বলে জানান। তবে সচেতন মহলের মতে, ঝুঁকিপূর্ণ স্থায়ী পরিষদটি দ্রুত সময়ে সংস্কার করার জোরদাবী জানান।

অন্যদিকে বৃহত্তর ঈদগাঁওর অন্যতম এ পরিষদটি নতুন করে ভবনে পরিণত করার প্রতিও আহবান জানানো হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/