সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

ঈদগাঁও-জালালাবাদ-পোকখালীর যোগাযোগ বন্ধ : পানি কমাতে ক্ষতচিহ্ন ভেসে উঠছে

 

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজীপাড়ায় মঞ্জুর মৌলভীর দোকান সংলগ্ন এলাকায় ফুলেশ্বরী নদীর বেড়ী বাঁধ (গাইড ওয়াল) ভেঙ্গে আশপাশের এলাকায় অনেক বাড়ি ঘরে পানি উঠে। নদীর পানি একটু একটু কমে যাওয়ার ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। চলাচল সড়কের মাঝ অংশে ভেঙ্গে যাওয়ায় পোকখালীর সঙ্গে ঈদগাঁও এলাকার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ব্যস্ততম সড়ক দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় বিপাকে পড়েন দুই ইউনিয়নের অসংখ্য মানুষ। 

 

দুয়েকদিন ধরে বৃহত্তর ঈদগাঁও এলাকায় অতিবৃষ্টি ও নদী ভাংগনের ফলে সৃষ্ট বন্যার পানি কিছু কিছু এলাকা থেকে নেমে গেছে। পানি নেমে যাওয়ার ফলে ক্ষতির পরিমান স্পষ্ট হচ্ছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। রাস্তাঘাটের অবস্থা করুন। এমতাবস্থায় স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী ব্যক্তিদের উচিৎ প্রাথমিক পর্যায়ে মানুষের যাতায়াত ব্যবস্থা করা। ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে যোগাযোগ করে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান সহ সরকারের উর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/