
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে সড়ক দুঘর্টনায় সদ্য সৌদি ফেরত এক ব্যক্তিসহ দুইজন গুরুতর আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
জানা যায়, জেলা সদরের ব্যস্তবহুল বাণিজ্যিক কেন্দ্রে ঈদগাঁও বাজারে ৩ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে বিমান মৌলভীর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা মিনি পিকআপের পেছনে বাজার হয়ে বাসষ্টেশন মুখী একটি মোটর সাইকেল জোরে শোরে ধাক্কা দিলে মুহুর্তের মধ্য মোটর সাইকেলে থাকা লোকজন মাটিতে পড়ে যায়। এতে আহতদের মাথায়, মুখে ও হাতে জখম লাগে। তবে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওর একটি হাসপাতালে প্রেরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে একাধিক সূত্রে প্রকাশ।