Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ধর্ম / ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ১৩ জানুয়ারী

ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ১৩ জানুয়ারী

http://coxview.com/?attachment_id=63848নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা আল্লামা মুহাম্মদ ইদরীস সাহেব (সুপারিন্টেনডেন্ট) এর প্রতিষ্ঠিত ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ সভায় তাশরীফ আনবেন, আল জামিয়া,আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রধান পরিচালক হয়রতুল আল্লাম মুফতি আবদুল হালিম বোখারী সিলেট থেকে আগত হয়রতুল আল্লামা মুফতি মিজানুর রহমান, আমিরাবাদ হোসাইনিয়া আজিজুর উলুম মাদ্রাসার মোহাদ্দিস হয়রতুল আল্লাম ছৈয়দ আলম আরমানী, টেকনাফ আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হয়রতুল আল্লাম মুফতি কেফায়েতুল্লাহ, পোকখালী হোসাইনিয়া মাদ্রাসা মুহতামিম হয়রতুল আল্লাম ইমাম জাফর আলমসহ খ্যাতনামা ওলামায়ে কেরামগণ তাশরীফ পেশ করবেন। এই সভায় সকলের প্রতি দ্বীনের দাওয়াত জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

Leave a Reply

%d bloggers like this: