
ঈদগাহ্ কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ ফরিদ আহমদ কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ১৯ আগষ্ট দুপুর বেলায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষকদের ভোটদানের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়।
শিক্ষকদের ভোটে দুইজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন, তৎমধ্যে অত্র কলেজের জীব বিজ্ঞানের প্রভাষক মীর্জা ছৈয়দুল আজিম, ক্রীড়া শিক্ষক আব্দুল হামিদ। তবে মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জেবুন্ননিছা সায়েরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে ঈদগাহ ফরিদ আহমদ কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা।
নির্বাচন বিষয়ে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত তথ্যাবলির সত্যতা নিশ্চিত করেন।