এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দরিয়া নগরের জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদার জন্মদিন উপলক্ষে একদিন ব্যাপী হুদা মেলার আয়োজন করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়।
৩০ সেপ্টেম্বর সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, বিশেষ অতিথি হিসেবে থাকবেন- জেলা শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন।
জন্মদিনের অনুষ্ঠানে জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা নিজেই উপস্থিত থাকবেন।
এই জনপদের মহান কবিকে বরণ করায় এই অনিন্দ্য সুন্দর আয়োজনে আপনার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলবে এমনটাই আশাবাদী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত।
You must be logged in to post a comment.