সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

জেলা সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়। ২৮ অক্টোবর বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর – রামু আসনের সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল।

এমপি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নানা সফলতার কথা তুলে ধরে বলেন, গত ৫ বছরে দেশে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। দেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছে। জনগণের বার্ষিক মাথাপিছু আয় দেড় লাখে উন্নীত হয়েছে। তিনি বর্তমান সরকার দেশের জনগণের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করছে বলে উল্লেখ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রি কলেজ গভর্নিং বড়ি সভাপতি আবু তালেব, বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মাহমুদুল করিম মাদু, কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হুমু।

স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোহাম্মদ ইবরাহীম। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা জসিম উল্লাহ মিয়াজী, ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ পরিদর্শক মো. খায়রুজ্জামান, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলম, জালালাবাদ আ.লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক ডা. এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও আ.লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, ইসলামাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, সদর যুবলীগ সিনি. সহ-সভাপতি মিজানুল হক, ঈদগাঁও থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদ। অনুষ্ঠান শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া-সাহিত্য প্রতিযোগিতা, একাডেমিক, বিদ্যালয়ে ১ম স্থান, অন্যান্য মেধাস্থান, জেএসসি এবং অন্য পরীক্ষায় এ+ প্রাপ্ত মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন।

এছাড়াও অংশ নেন স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, অভিভাবক, শুভাকাঙ্খী, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের লোকজন। অনুষ্টানের পূর্বে প্রধান অতিথি বিদ্যালয় মাঠের এক পাশের নবনির্মিত ভবনে শেখ রাসেল হাউজের ফলক উম্মোচন করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/