কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের সরকারী নিদানতরানী খালের উপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে প্রভাবশালী মহল। প্রশাসনের অনুমিত ছাড়া উক্ত বাঁধ নির্মাণ করায় ইউনিয়নের কমপক্ষে ১০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাঁচ হাজারের অধিক লোকজন চরম দূর্ভোগের শিকার হয়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধির মাধ্যমে জানা যায়, এক মাস আগে ওই এলাকার কবির আহমদের পুত্র ইদ্রিস, ছাবের আহমদের পুত্র সাদ উল্লাহ, আবদু ছমদের পুত্র জাফর মিস্ত্রী, ফুরুক আহমদের পুত্র নুরুল হক, তার ভাই শামশুল আলম, নুরুল কবির গং পানি চলাচলের খালের উপর বেড়া দিয়ে জাল বসিয়ে মাছ ধরত।
এদিকে ২১ জুলাই তারা খালের মধ্যখানে মাটির তৈরী বাঁধ নির্মাণ করায় ইউনিয়নের জালিয়াপাড়া, ভেলুয়ারপাড়া, ষাটদুনিয়াপাড়াসহ ১০ টি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বন্যার রূপ ধারন করে। ফলে প্রবল বন্যার সময় যে পানি ঢুকেছে তা বের করতে না পেরে জনগনের দুর্ভোগের শেষ হচ্ছে না। যার ফলে এলাকার ছোট বড় রাস্তাঘাট, বসতবাড়ি, চিংড়িঘের সমূহ পানির নীচে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকার লোকজন জানান, উজানটিয়া ইউনিয়নে পাউবোর ভেঙ্গে যাওয়া টেকপাড়া বেড়িবাঁধ নির্মিত হলেও ওই এলাকায় খালের উপর বাঁধ নির্মাণ করায় পানি নিষ্কাশনে প্রবল বাধার সম্মুখীন হয়েছে। এ দিকে যারা অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে তারা এতই প্রভাবশালী এলাকার লোকজন ভয়ে মুখ খুলে প্রতিবাদ করতে পারছে না। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মারুফুর রশিদ খান জানান, তিনি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে আলাপ করে শীঘ্রই বাঁধটি কেটে দেওয়ার ব্যবস্থা করে দেবেন।
You must log in to post a comment.