Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল ইসলাম- রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছেনা

ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল ইসলাম- রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছেনা


সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিনিধি :

আওয়ীমী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছেনা। প্রথম দিন থেকেই বিএনপির নেতাকর্মীরা অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে আছে বিএনপি। শত বাধার পরও বিএনপির ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বরং রোহিঙ্গা সমস্যা সমাধান আওয়ামীলীগ আন্তরিক নয়। বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও আওয়ামীলীগ তা নাকচ করে দিয়েছেন। এতে প্রমাণিত হয় রোহিঙ্গা সমস্যা সমাধানে আওয়ামীলীগ আন্তরিক নয়।

তিনি মঙ্গলবার বিকালে কক্সবাজারে পৌঁছে সাংবাদিকদের একথা জানান।

উল্লেখ্য কক্সবাজারে শারদীয় দুর্গা পূজা উদ্বোনকালে ওবায়দুল কাদের একমাস পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গাদের কেন দেখতে আসছেন তা নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করছে।

Leave a Reply

%d bloggers like this: