কক্সবাজারে উদ্যোক্তা ও মিনি গার্মেন্ট বিষয়ে নারীদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। গতকাল রবিবার (২ আগষ্ট) সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করেন, কোর দ্যা জুট ওয়াক্স এর পরিচালক বার্থা গীতি বাড়ই। বাস্তব সম্মতভাবে দারিদ্র বিমোচনে নিয়োজিত অলাভজনক সংস্থা মাইডাস (এমআইডিএএস) এর আয়োজনে এবং পাকিস্তান হাই কমিশন এর অর্থায়নে ২০ দিনের এ কর্মশালায় রামু এবং কক্সবাজার সদর উপজেলার ২০ জন নারী অংশ নিচ্ছেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাইডাস এর ব্যবস্থাপনা পরিচালক ড. এএসএম মশিউর রহমান, সহকারি ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম হোছাইন, জাগো নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শিউলী শর্মা ও সফল নারী উদ্যোক্তা সেলিনা আকতার। প্রশিক্ষণটিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পাঁচ-দিনের ‘এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ট্রেইনিং’ এ উদ্যোক্তা উন্নয়ন ও মিনি গার্মেন্ট এর উপর দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষন, পণ্যের বিপনন কৌশল, লাভজনক ব্যবসা নির্বাচন, পণ্য উদপাদন প্রক্রিয়া, ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষন, ব্যবসা পরিকল্পনা তৈরী, এবং দ্বিতীয় পনের-দিনের ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং অন মিনি গার্মেন্ট’ কোর্সে কাটিং, সেলাই, বøক, বাটিক, টাইডাই, ভেজিটেবল ডাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ চলবে আগামী ২৩ আগষ্ট পর্যন্ত। জানা গেছে, নারী উদ্যোক্তাদের তৈরী পোষাক ও অন্যান্য পণ্য নিয়ে আগামী ২৭, ২৮ ও ২৯ জুন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এসএমই ট্রেড ফেয়ার ২০১৫ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ষ্টলের পাশাপাশি জেলার আগ্ররী নারী উদ্যোক্তা এবং প্রশিক্ষণে অংশ নেয়া নারীরাও অংশ নেবেন।
You must log in to post a comment.