নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদরে ঝিলংজায় পাহাড় ধসে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ঝিলংজার দক্ষিণ ডিককুলে এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হল, দক্ষিণ ডিককুলের মিজানুর রহমান স্ত্রী আখি মনি ও তার দুই শিশুকন্যা মিহা জান্নাত নাঈমা ও লতিফা ইসলাম।
নিহত আখি মনির শাশুড়ীর মতে, রাত দুইটার দিকে ভারী বৃষ্টি হওয়ার সময় মিজানের বাড়ির দিক থেকে একটি পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে তারা গিয়ে দেখেন স্বপরিবারে মাটিচাপা পড়েছে মিজান। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে স্ত্রী ও দুই শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসীর মতে, মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। পরে মধ্যরাতে উপর থেকে পাহাড় ধসে তার বাড়িতে পড়ে।
You must be logged in to post a comment.