হুমায়ুন কবির জুশান; উখিয়া :
কক্সবাজার-টেকনাফে ডাম্পারের ধাক্কায় তিন বছরের এক রোহিঙ্গা শিশু গুরুতর আহত হয়েছে। সে মংডুর হাইচ্ছুরাতা গ্রামের মোঃ ইয়াছিনের কন্যা কাউছার বিবি। শিশুটির ডান পায়ের হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুক্রবার বিকালে টেকনাফ পৌরসভার পুরাতন ট্রাক ট্রান্সপোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পালিয়ে আসা রোহিঙ্গার একটি পরিবার সড়ক পার হওয়ার সময় বেপারোয়া গতির একটি ডাম্পার (নং- ২৪৬) গাড়ী শিশু কাউছার বিবিকে ছাপিয়ে দেয়। এতে শিশুটির ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। একজন সংবাদকর্মী দ্রুত শিশুটিকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন খাঁন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাম্পার গাড়ীটি খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।