নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সমুদ্রসৈকতে দেশীয়দের সমাগম থাকলেও নেই ভিনদেশীয় পর্যটক। পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাতদিন ব্যাপি মেলা শেষ পর্যায়। সাথে টানা তিনদিনের সরকারি ছুটিতেও অসংখ্য মানুষের ভীড় জমেছে। বিদেশি পর্যটক নেই বললেই চলে। এজন্য বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে দেশের পর্যটন সম্পর্কে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ না থাকাকে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
পাহাড় ও সমুদ্রবেষ্টিত কক্সবাজার যেন শিল্পীর রঙের তুলিতে আঁকা ক্যানভাস। প্রতিবছর ভ্রমণাপিপাসু লাখ লাখ মানুষের সমাগম হয় এ সমুদ্র শহরে। গেল তিন দিনের ছুটি আর সপ্তাহব্যাপী পর্যটন মেলা উপলক্ষেও নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। সকালে সমুদ্র স্নান ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে সময় পার করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আশা দেশীয় পর্যটকরা। সন্ধ্যা নামতেই পর্যটন মেলার মঞ্চে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া পর্যটন মেলার অন্যান্য অনুসঙ্গ উপভোগ করছেন।
কক্সবাজারের সৈকতে বেশিভাগ দেশীয় পর্যটক। এখানে সব সুযোগ সুবিধা থাকলেও বিদেশিদের উপস্থিতি অনেকটা কম। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে দূতাবাসগুলোর মাধ্যমে প্রচার প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।
এদিকে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিন দিনের ছুটি ও পর্যটন দিবস উপলক্ষে এবার তিন লক্ষাধিক পর্যটক কক্সবাজারের ভ্রমণ করেছেন।
You must be logged in to post a comment.