এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কিডনী রোগে আক্রান্ত গরীব পরিবারের সন্তান ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন।
রোগাক্রান্ত মোশাররফ হোসেন, পিতা মিজানুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ভাদীতলা। তিনি গত দুইমাস আগে গলায় টনসিলের মত একটা সমস্যা দেখা যায়। সেটি দিনদিন বড় হতে থাকে। তখন চাঁদা তুলে পিতার পরিবারের সাধ্যমত চিকিৎসা করতে থাকে। কিন্তু কোন সমাধান হয়নি। পরে অন্য হাসপাতালে গিয়ে পরীক্ষা দিয়ে ডাক্তার জানায় মোশাররফের একটি কিডনির একাংশ পঁচে গেছে সে কারণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে।
বর্তমানে মোশাররফের অবস্থা বেশি খারাপ। তার সারা শরীর ফুলে গেছে। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য ফান্ড গঠনে সিদ্ধান্ত নেয়া হয়।
আপনাদের অল্প সহায়তায় হয়তো বাঁচতে পারে মোশাররফ। যদি আল্লাহ চান।
You must be logged in to post a comment.