কুতুবদিয়া উপজেলায় বৃহস্পতিবার আম্মাজান বিপ্লবী ক্রিড়া সংর্ঘ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল প্রতিযোগিতা বিকাল ৩টায় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতা মোশারফ হোছাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা এইচ এম সাজ্জাদ। উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা রাসেদ, শাওন, রাসেল, রিয়াদ, জামাল প্রমুখ। উক্ত ফাইনাল প্রতিযোগিতায় একদিকে অংশ গ্রহন করেন হায়দার পাড়া ক্রিড়া সংর্ঘ। অন্যদিকে অংশ গ্রহন করেন আম্মাজান বিপ্লবী ক্রিড়া সংঘ। খেলার নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোন দল গোল করতে না পেরে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হয়। ট্রাইবেকারে আম্মাজান বিপ্লবী ক্রিড়া সংঘ ৪/৩ গোলে ব্যবধান করে হায়দার পাড়া ক্রিড়া সংঘকে পরাজিত করেন। খেলায় সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেন বিজয়ী দলের মোঃ মিরাজ। খেলাটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ, ছোট, তৌহিদ। পরে ফাইনাল খেলায় অংশগ্রহনকারী ২ দলকে ট্রপি বিতরণ করেন জেলা ছাত্রলীগ নেতা এইচ এম সাজ্জাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্য জেলা ছাত্রলীগ নেতা এইচ এম সাজ্জাদ বলেন, কুতুবদিয়ায় খেলাধুলা ও বিনোদনের জন্য কোন ষ্টেড়িয়াম নেই । তারপরও এখানকার মানুষ খেলাধুলা ও বিনোদন থেকে পিছিয়ে নেই। আজকে আম্মাজান বিপ্লবী ক্রিড়া সংঘের আয়োজিত খেলায় হাজার হাজার দর্শকরা আনন্দ উপভোগ করেছে। তার প্রশংসার দাবিদার আম্মাজান বিপ্লবী ক্রিড়া সংঘ। খুব শিঘ্রই বর্তমান আওয়ামীলীগ সরকার কুতুবদিয়ায় দর্শনীয় ষ্টেডিয়াম নির্মাণ করে এখানকার মানুষের খেলাধুলা ও বিনোদন মাত্রা বাড়িয়ে দেবে।
You must log in to post a comment.