সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কুতুবদিয়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ গুরুতর আহত ৩

কুতুবদিয়ায় প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ গুরুতর আহত ৩

Rasel - Kutubdia 25-7-2015 (1)নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া:

কুতুবদিয়া উপজেলায় শনিবার প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ গুরুত্বর আহত হয়েছে ৩ জন। ঘটনাটি ঘঠেছে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কালামার মসজিদ পাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ, গতকাল সকাল ৯ টার সময় উত্তর ধূরুং ইউনিয়নের কালামার মসজিদ পাড়া এলাকার আব্দুল আখেরের পুত্র জাহেদুল ইসলাম জমিতে জাল বসাইয়া মাছ ধরার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জের ধরে একই এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র আবুল কাসেম (বেক্কা) এর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দা,কিরিচ,লোহার রড় ও লাটি সোটা নিয়ে আব্দুল আখেরের পরিবারে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হয় কুতুবদিয়া কলেজের ২য় বর্ষের ছাত্রী আব্দুল আখেরের কন্যা মোস্তাকিমা বেগম (১৬), আব্দুর আখেরের স্ত্রী মোবাশেরা বেগম (৫০),আব্দুল আখেরের পুত্র জাহেদুল ইসলাম (২৪)। আহতদের সুর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুরুতর আহত হয়ে মাটিতে পড়া থাকা মোবাশ্বেরার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে কুতুবদিয়া সরকারী হাসপাতালে ভর্তি করান।

Rasel - Kutubdia 25-7-2015 (Hamla)আহতদের মধ্যে জাহেদুল ইসলামের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে আব্দুল আখের জানায়, পূর্ব শত্রুতার জেরধরে কালামার মসজিদ পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র আবুল কাসেম (বেক্কা) তিন মামলার আসামী ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে আমাদের আহত করেছে। এ রির্পোট লেখার আগ পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ড হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায়।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: