সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / কেন্দ্রিয় বাস টার্মিনালে দুই চাঁদাবাজকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

কেন্দ্রিয় বাস টার্মিনালে দুই চাঁদাবাজকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

Mobile Courtনিজস্ব প্রতিবেদক:

প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদা আদায় কালে দুই যুবককে আটকের পর অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ জুলাই দুপুর আড়াইটার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে এ অভিযানে চালানো হয়।

জানা গেছে, কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র সড়কে প্রকাশ্যে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে টোলের নামে চাঁদাবাজি করে আসছিল। এধরনের অভিযোগে পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে চালায়।

এসময় টার্মিনাল এলাকায় চাঁদাবাজি কালে আটক করা হয়, ঝিলংজা পশ্চিম লারপাড়া এলাকার নাজির হোসনের ছেলে মিজানুর রহমান, রামু জেটি রাস্তা এলাকার মৃত কামাল হোসনের ছেলে সাইফুল ইসলাম। চাঁদা আদায়ের ঘটনার দায় স্বীকার করায় তাদেরকে ৫৫০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়। তবে এটাকে অনেক সচেতন মানুষ গুরুপাতে লুঘু শাস্তি বলে মনে করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথের রাস্তায় প্রকাশ্যে গাড়ি থামিয়ে পৌর কর্তৃপক্ষের নামে চাঁদা বা টোল আদায় করার কোন বিধান নেই। এরপরেও ওই দু’যুবক প্রকাশ্যে চাঁদা আদায় করে আসছিল।

অবশ্য আটককৃতরা দাবী করেন, তারা কক্সবাজার পৌর কর্তৃপক্ষের নিয়োজিত টোল আদায়কারী।

Share

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

%d bloggers like this: