প্রেস বিজ্ঞপ্তি:
“অন্ধ ভূমিগর্ভ তুমি শুনেছিলে সুর্যের আহবান-প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদিপ্রাণ” শিরোনামে এবং “গাছ লাগান-দ্বীপ বাচাঁন” শ্লোগানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতবিক্ষত প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শোভাযাত্রা করেছে সেন্টমার্টিন আদর্শ সংসদ। ২ আগস্ট বুধবার দুপুরে শোভাযাত্রাটি সেন্টমার্টিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে পুরো দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।এতে ইউনিয়ন পরিষদের প্রত্যেক সদস্য, চেয়ারম্যান, পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এবং রাজনৈতিক দলের নেতা কর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় সেন্টমার্টিন আদর্শ সংসদের সভাপতি মোঃ হেলাল উদ্দিন (এমবিএস) দ্বীপের ভারসাম্য রক্ষার্থে বেশি করে গাছ লাগাতে দ্বীপবাসীর প্রতি অনুরোধ জানান। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল -১ আব্দুর রাহমান মেম্বার বলেন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার্থে বনভূমি তথা গাছ সমৃদ্ধ পরিবেশের কোন বিকল্প নেই। সেন্টমার্টিনের বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচির খুবই প্রয়োজন ছিল যা “আদর্শ সংসদ “করছে। তিনি আরো বলেন, আমার বিশ্বাস দ্বীপের মানুষ এই কর্মসূচি থেকে শিক্ষা নিয়ে বনভূমি উজাড় থেকে বিরত থাকবে এবং গাছ সমৃদ্ধ পরিবেশ গঠনে ভূমিকা রাখবে। পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ হারুনুর রশিদ বলেন, বর্তমান পরিস্থিতিতে সেন্টমার্টিন মানুষের জন্য এ কর্মসূচী কল্যাণ বয়ে আনবে। এ ধরনের মহৎ উদ্যোগের জন্য আদর্শ সংসদের সভাপতি ও সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
You must log in to post a comment.