সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।


নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফা (৭২)। তিনি উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।


এর আগে ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের নরফাঁড়ি এলাকায় থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।


স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরে পর কোনো এক সময় সংরক্ষিত বনাঞ্চলের ফুলছড়ি রেঞ্জের ফুলছড়ি বিট কার্যালয়ের নরফাঁড়ি এলাকায় একটি বন্য হাতি হানিফাকে আক্রমণ করে। বিকেল সাড়ে চারটার দিকে বনকর্মী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি মারা যান।


মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরোয়ার। এ বিষয়ে বলেন, ‘হাতির আক্রমণে মো. হানিফার মৃত্যু হয়েছে। তাঁর শরীরের হাত, পা ও বুকের আঁচড়ের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ন আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।’

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও বাজার আবারো প্লাবিত, বেড়ীবাঁধের ভাঙ্গন :  ভোগান্তিতে মানুষ 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/