
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ মো.সিদ্দিকুর রহমান (৩২) নামের এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেধাকচ্ছপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হলেও সন্ধ্যা ৭টার দিকে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো.সিদ্দিকুর রহমান মায়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব মুন্ড এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে সে কক্সবাজারের সমিতি পাড়ায় বসবাস করছে।
মালুমঘাট হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.রহুল আমিন বলেন, প্রতিদিনের মতো মেধাকচ্ছপিয়া এলাকায় চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলাম। এসময় কক্সবাজার থেকে চকরিয়াগামী যাত্রীবাহি একটি মাইক্রোবাসে তল্লাশি চালানোর সময় পলিথিনে মোড়ানো জমি পরিমাপের একটি যন্ত্রের মধ্যে থেকে ১ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।