সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় কৃষকের মরিচ ক্ষেত উপড়ে দিল দুর্বৃত্তরা

চকরিয়ায় কৃষকের মরিচ ক্ষেত উপড়ে দিল দুর্বৃত্তরা

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় একদল দুর্বৃত্ত রাতের আঁধারে ৬০ শতক জমির মরিচ ক্ষেতের চারা উপড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক আয়ুব আলী বলেন, চলতি মৌসুমে আমি ৬০ শতক জমি বর্গা নিয়ে মরিচ চাষ করি। বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখি ফুল আসা মরিচ চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। এতে আমার ২লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, কারো সাথে বিরোধ থাকলে তা ক্ষেতের উপর চালানো ঠিক নয়। ঘটনাস্থলে একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। থানার একজন এসআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাথে পোকখালী যুব উন্নয়ন সংগঠনের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/