কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেছেন, এবারের ভয়াবহ বন্যায় চকরিয়া পেকুয়ায় অপুরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য সরকার প্রয়োজনী সব ধরণের আর্থিক সহযোগতা দিবে। বেড়িবাঁধ, গ্রামীন অবকাঠামো, সড়ক ঠিক আগের জায়গায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জি.আর চাল থেকে শুরু করে শুকনো খাবার পর্যন্ত ত্রাণ হিসাবে দেয়া হয়েছে। যা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বন্যাদূর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদেরকে পর্যাপ্ত ত্রাণ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে। তিনি পূর্ব শাহ উমরাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩ আগস্ট চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বন্যর্তদের মাঝে ত্রাণ হিসাবে চাল বিতরণের সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, প্রবীন আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন কন্ট্রাক্টর, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম আজাদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের নেতা চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারন সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ওয়ালিদ মিলটন, সাংবাদিক এম জাহেদ চৌধুরী, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শওকত ওসমান, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মুজিবুর রহমান চৌধুরী, আবু মুছা, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি শওকত হোসেন, কাকারা প্যানেল চেয়ারম্যান মানিক, লক্ষ্যারচর আওয়ামীলীগ নেতা মোঃ মঈনুদ্দিন, এস.এম. চরের খালেদুল ইসলাম, সাইফুল ইসলাম, যুবলীগের সভাপতি ওয়াহিদুল আলম প্রমুখ। এদিন চকরিয়া উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ কাকারাসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ব্যাপকভাবে ত্রাণ হিসাবে চাল বিতরণ করেছেন। আজ ৪ আগস্টও চকরিয়া পেকুয়ার বিভিন্ন বন্যা দূর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ হিসাবে চাল বিতরণ করা হবে।
You must be logged in to post a comment.