কক্সবাজারের চকরিয়ায় স্মরণাতীতকালের ভয়াবহ বন্যায় অভাবগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এলো এবার বেসরকারী সেচ্ছাসেবী সংঘঠন ‘দর্পন’। রবিবার থেকে প্লাবিত এলাকায় এ সংঘঠনটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ শুরু করেছে। সংঘঠনটি চকরিয়ার কাকারায় রবিবার রুদ্র পাড়া, করপাড়া, কসাইপাড়ায় ত্রাণ বিতরণ করেছে সোমবার লক্ষ্যারচরের জিদ্দাবাজার, আজ মঙ্গলবার কৈয়ারবিল ও বরইতলীতে ত্রাণ বিতরণ করবে। এসব ইউনিয়নের অন্তত ১০ হাজার পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করা হবে।
সংঘঠনের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে দূর্গত এলাকার বন্যা কবলিত নারী-পুরুষদের হাতে চাউল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন দর্পনের সহ-সভাপতি ডাক্তার শিশির ধর, সম্পাদক তাপস রুদ্র, নির্বাহী সদস্য আলী আহমদ, সুসেন রুদ্র, আনন্দ বিকাশ রুদ্র, উপ-নির্বাহী পরিচালক রবীন্দ্র কুমার দাশ, সমাজসেবা অফিসের শংকর কুমার দাশ, মোহাম্মদ রফিক প্রমুখ।
ত্রাণ বিতরণকালে দর্পন সাধারণ সম্পাদক তাপস রুদ্র বলেন, যেভাবে উপর্যুপরি বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়ে কুলিয়ে উঠা সম্ভব নয়। তাই ধনাঢ্য ব্যক্তি ও বেসরকারী সংস্থাগুলোকে বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানো উচিত।
You must be logged in to post a comment.