সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / চকরিয়ায় দুই ইউপিতে উপ-নির্বাচন ২৫ জুলাই

চকরিয়ায় দুই ইউপিতে উপ-নির্বাচন ২৫ জুলাই


মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই। একইদিন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ বিভাগের উপ-সচিব মো.আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালার ১০ উপধারা অনুযায়ী এ উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন মনোনয়ন ফরম ক্রয় ও দাখিলের শেষ দিন, ২ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৯ জুলাই মনোনায়ন প্রত্যাহারের শেষ দিন। ২৫ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ এবং কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্ততি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছলের ১৮মার্চ চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী পদত্যাগ করেন। এতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

অপরদিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মারা যাওয়ায় ওই ওয়ার্ডের পদটি শূন্য হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/