
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের চাপায় মানিক দাশ (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মালুমঘাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার মৃত যোগেশ দাশের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে মানিক দাশ রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুহুল আমিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত মানিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে তবে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।