সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় সর্দারসহ ওয়ারেন্টী তিন বনদস্যু গ্রেপ্তার

চকরিয়ায় সর্দারসহ ওয়ারেন্টী তিন বনদস্যু গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ায় বিশ বছর ধরে পলাতক সর্দারসহ ওয়ারেন্টী তিনজন বনদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাকারা ইউনিয়নের পুলেরছড়ার নিকটবর্তী পাহাড়ী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বনদস্যু সর্দার আবদুল হামিদ প্রকাশ বতাইয়া (৪৫) এসএমচর পাহাড়ী গ্রামের আবু ছৈয়দের ছেলে। তার সাথে গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন একই এলাকার হামিদ বকসুর ছেলে জয়নাল আবেদীন (৪০), মোহাম্মদ কালুর ছেলে মোহাম্মদ বাপ্পি (৪২)।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুল খালেক বলেন, গ্রেপ্তার কৃত হামিদের বিরুদ্ধে ১৯৯৭ সালে প্রথম বন মামলা হয়। এর পর তার বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পেইন্ডিং ওয়ারেন্ট পাওয়া গেছে ৬টি। অপর দুই জনের বিরুদ্ধে একটি করে বন মামলা ওয়ারেন্ট রয়েছে।

এলাকাবাসী জানায়, বন মামলার আসামী হামিদের সাথে নাম ও পিতার নাম মিল থাকায় স্থানীয় অন্য এক হামিদ একাধিকবার আটক হয়ে হয়রাানর শিকার হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/