Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ১১ বন মামলার আসামী আরফান গ্রেপ্তার

চকরিয়ায় ১১ বন মামলার আসামী আরফান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১১টি বন মামলার ওয়ারেন্টি আসামী আরফান মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে। রবিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ভিলেজার পাড়ায় থানার এসআই আবদুল খালেক ও এএসআই জুয়েল রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আরফানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আরফান ওই এলাকার শামসুল আলমের ছেলে।

এসআই আবদুল খালেক বলেন, ভিলেজার পাড়ার প্রয়াত হেডম্যান নজির আহমদের নাতি শামসুল হকের ছেলে আরফানের নেতৃত্বে একদল যুবক দীর্ঘদিন ধরে বনজ সম্পদ সাবাড় করে আসছিল। তার বিরুদ্ধে পর্যায়ক্রমে ১১টি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হলেও পাহাড়ে তার বাড়ি হওয়ায় পুলিশ যাওয়ার আগেই খবর পেয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়।

ফলে, বেশ ক’বার পুলিশ অভিযান চালালেও আরফানকে ধরা সম্ভব হয়নি। অবশেষে সোর্স থেকে খবর পেয়ে শেষ রাতে অভিযান চালিয়ে দুর্ধর্ষ বনদস্যু আরফানকে গ্রেপ্তার করি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করল সাজাপ্রাপ্ত আসামী

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামায় সাজাপ্রাপ্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হন পুলিশ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/