সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া-পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তারা

চকরিয়া-পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বক্তারা

অপরাধ প্রবণতা কমাতে কমিউনিটি পুলিশের কার্যক্রম জোরদার করতে হবে

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

“পুলিশেই জনতা জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। চকরিয়া থানা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী পরবর্তী এক আলোচনাসভা অনুষ্টিত হয়।

শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে চকরিয়া থানা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এসময় র‌্যালীটি পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে নির্ধারিত আলোচনা সভায় মিলিত হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ।

এসময় বক্তারা বলেন, উপজেলায় জনসংখ্যার তুলনায় পুলিশের জনবল অত্যন্ত কম। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে মানুষকে শান্তিতে রাখতে কমিউনিটি পুলিশের ভূমিকা রাখা প্রয়োজন। শুধুমাত্র উপজেলা ও ইউনিয়ন নয় ওয়ার্ড পর্যায়েও কমিউনিটি পুলিশের তৎপরতা বাড়াতে হবে। তবেই এলাকায় কমবে অপরাধ প্রবণতা।

বক্তারা আরো বলেন, প্রতিটি পাড়া-গ্রামে কমিউনিটি পুলিশের সদস্যদের কড়া নজর রাখতে হবে। যাতে কোন এলাকায় বাল্য বিয়ে, ইভটিজিং, জঙ্গী তৎপরতা, সন্ত্রাসী কার্যত্রম, ধর্মীয় উন্মদনাসহ চুরি-ছিনতাই কোন ঘটতে না পারে ছোট-খাটো অপরাধ হলেও কমিউনিটি পুলিশের মাধ্যমেই তাৎক্ষণিত মীমাংসা করে সামাজিক অস্তিরতা রোধ করতে হবে।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও জেলা আওয়ামীগ নেতা এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, জেলা পরিষদ সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ ফজলুল করিম সাঈদী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.আর মাহামুদ, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, চকরিয়া পৌরসভা কমিউনিটি পুলিশের সভাপতি ওয়ালিদ মিল্টন, চকরিয়া উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ প্রমুখ।

এসময় চকরিয়া থানা পুলিশের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, গ্রাম পুলিশ ও কমিউিনিটি পুলিশসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, কক্সবাজারের পেকুয়া থানাতেও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে ও এসআই বিপুল চন্দ্র রায়ের উপস্থপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ইলিয়াছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কমিউনিটি পুলিশের আহবায়ক এ্যাডভোকেট কামাল হোসেন, রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বিএসসি, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের এম শহিদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের আহমদ প্রমুখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/