সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য

চট্টগ্রামে জশনে জুলুসে লোকে লোকারণ্য

 

এম আবু হেনা সাগর; চট্টগ্রাম :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে বৃহত্তম জশনে জুলুসে লোকে লোকারণ্য হয়েছে। 

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মহল্লা ছাড়াও পাশ্ববর্তী দোহাজারী, চন্দনাইশ, পটিয়া, হাটহাজারী, রাউজানসহ নানান এলাকা থেকে গাড়ীবহনযোগে হাজার হাজার লোকজন চট্টগ্রামের বৃহৎ জশনে জুলুসে অংশ নেন। জুলুস উপলক্ষে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।

 

দেখা যায়, অনেক যানবাহনকে নান্দনিক রুপে সাজানো হয়েছে। এসব গাড়ীগুলোতে মাইক ও সাউন্ডবক্স লাগিয়ে হরেক রকমের হামদ, নাত, ইসলামী সংগীত ও কোরআন তেলোয়াতে বন্দরনগরী চট্টগ্রামের অলিগলি মুখরিত হয়ে উঠে। এবছর জুলুসে নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌। 

 

আরো দেখা যায়, বহদ্দারহাট, শুলকবহর মাদ্রাসা গেইট, মুরাদ পুরসহ নগরীর বিভিন্ন পয়েন্ট পাড়া-মহল্লা থেকে আসা ভক্তদের ভীড় লক্ষণীয়। যানবাহন নিয়ে যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছেনা। হাতে হাতে পতাকা আর মাথায় বাঁধানো ঈদে মিলাদুন্নবী লিখা ফিতা নজর কাটলো।

 

সে সাথে পথে পথে বিভিন্ন সংগঠন, সংস্থা ও ব্যক্তির উদ্যোগে দুরদুরান্ত থেকে আগত লোকজনদেরকে শরবত, সাদা পানি ও নাস্তা বিতরণ করছেন। 


পবিত্র ঈদে মিলাদুন্নবী ও জশনে জুলুস উপলক্ষে বেশ কদিন আগে থেকে নগরীর মোড়ে মোড়ে পতাকা ও ফেস্টুন টাঙ্গানো হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/