চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি ও চসিকের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মীনি ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ও চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি এলাকায় স্থানীয় প্রবীণ মুরব্বী কাকারা ফারুকিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও দক্ষিণ কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবদীন ফকিরের আয়োজনে ৬আগষ্ট সকাল ১১টায় বন্যা দূর্গত ৩শতাধিক পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়ার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান, জনতা ব্যাংক লোহাগাড়া ব্র্যাঞ্চের ম্যানেজার হোছাইন আখতার রাফি, সমাজসেবক ইয়াকুব নবী, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো: আরমান, সহসভাপতি শাহিনুর, প্রচার সম্পাদক মোছাদ্দেক হোছাইন, জয়নাল আবদীন ফকিরের পুত্র মোহাম্মদ আবদুল্লাহ ও মো: শফি উল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হিরন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্প্রতি চকরিয়ায় এসে চসিক সাবেক মেয়রের সহধর্মীনি হাসিনা মহিউদ্দিন চৌধুরীর আশ্বস্থ করা কাকারা ফারুকীয়া মাদরাসা প্রায় সাড়ে ৩শত শিক্ষার্থীদের জন্য নতুন জামা-কাপড় ও ঈদের মিষ্টিমুখ করার জন্য দেওয়া ১০হাজার টাকাও হস্তান্তর করেন।
You must log in to post a comment.