মাঠের অনুশীলন একজন খেলোয়াড়কে পার্ফেক্ট খেলোয়াড়ে পরিণত করে। ফুটবলের কলা-কৌশল শিখুন, নিজেকে গড়ুন। সুযোগ কম বলে খেলোয়াড়দের হতাশ হওয়া যাবে না। যেখানে সুযোগ আছে সেখানেই অনুশীলনের জন্য যেতে হবে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ফুটবলাররা নিজেদের পারফরম্যান্স দেখাতে পারলে অবশ্যই একদিন স্বীকৃতি মিলবে। বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া একাডেমী আয়োজিত পুরষ্কার বিতরণী ও পরিচিতি সভায় ক্রীড়া ব্যক্তিত্ব-ক্রীড়ানুরাগীরা উপরোক্ত কথাগুলো বলেন। ৩ আগস্ট রাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া একাডেমীর সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত তরুণ প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন কক্সবাজার খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও কক্স সিটির প্রতিষ্ঠাতা ফুটবলার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার খেলোয়াড় এসোসিয়েশনের সহ-সম্পাদক সিরাজ উদদৌলাহ, চট্টগ্রাম আবাহনীর সাবেক কোচ মোহাম্মদ আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ক্রীড়া শিক্ষক আবদুল মজিদ খাঁন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম, রাজনীতিক ও ক্রীড়ানুরাগী রাজিবুল হক রিকু, জনপ্রতিনিধি ও ক্রীড়ানুরাগী আবদুর রাজ্জাক, স্থানীয় যুবনেতা মিজানুল হক ও ফুটবলার মোফাচ্ছেল মুফি। অনুষ্ঠান পরিচালনা করেন ঈদগাঁও নিউজ ডট কমের স্পোর্টস রিপোর্টার ও ধারাভাষ্যকার সাকলাইন মোস্তাক। এতে বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়নের শতাধিক খেলোয়াড় অংশ নেন। শেষে চট্টগ্রামের মাদারবাড়ী মুক্তকণ্ঠের হয়ে ঈদগাঁও ক্রীড়া একাডেমী থেকে অংশ নেয়া ৮ জন উদীয়মান কৃতি ফুটবলারকে পুরষ্কৃত করা হয়। পুরষ্কৃতরা হচ্ছে একরাম, গিয়াসু, রাফু, ফারুক, দিদার, সুজন, সাদ্দাম ও ফয়েজ। এছাড়া বিশেষ অতিথিদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও ক্রীড়া একাডেমীর কর্ণধার হুমায়ুন অংশ নেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ প্রজন্মের ফুটবলাররা বৃহত্তর ঈদগাঁওর ফুটবলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারেন বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
You must be logged in to post a comment.