সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চারদিনেই ভারতে ৫০ কোটি রুপি উঠিয়ে নিল ‘জঙ্গল বুক’

চারদিনেই ভারতে ৫০ কোটি রুপি উঠিয়ে নিল ‘জঙ্গল বুক’

Jangal Book

আলোচিত ‘দ্য জঙ্গল বুক’ প্রথম কোনো হলিউডের সিনেমা যা ইউরোপ-আমেরিকা মুক্তির আগে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হল। আর মুক্তির চারদিনেই ভারতের বক্স অফিসে ছবিটি উঠিয়ে নিল ৫০ কোটি রুপি! ভারতের প্রেক্ষাগৃহে কোনো হলিউড সিনেমা হিসেবে এটা রীতিমত মস্ত রেকর্ড!

হলিউডের কোনো সিনেমা হলিউডে মুক্তির আগেই প্রথমবারের মত মুক্তি দেয়া হল ভারতীয় প্রেক্ষাগৃহে। হলিউডের নীতি নির্ধারকদের বিশ্বাসের সেই মূল্যও দেয় ভারতীয় দর্শক। তাই ভারতে মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে নেয় ১০.০৯ কোটি রুপি। যা ভারতীয় সুপারস্টারদের অভিনীত যে কোনো সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। আর মুক্তির দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিনে যথাক্রমে ছবিটি আয় করে ১৩.৫১ কোটি রুপি, ১৬.৫২ কোটি রুপি এবং ৭.৪৬ কোটির। এরমধ্যে হলিডেতে (রোববার) সবচেয়ে বেশি আয় করে সিনেমাটি। এদিন ছবিটি ১৬.৫২ কোটি রুপি আয় করতে সমর্থ হয়।

হলিউডের সিনেমা প্রথমে ভারতে মুক্তির পেছনে প্রথম কারণ হল, ঐতিহাসিক ‘দ্য জঙ্গল বুক’ সিনেমার মূল কাহিনী ভারতীয়। আর বিখ্যাত নির্মাতা জন ফেব্রুয়ার নির্মাণে যে ছবিটি গত শুক্রবার ভারতে মুক্তি পেল সেই ছবিটিতে কেন্দ্রীয় ‘মুগলি’ চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছেন সেও একজন ভারতীয় বংশদ্ভুত। এইসব বিবেচনায় ওয়াল্ট ডিজনি ফিল্ম ইউরোপ কিংবা আমেরিকার আগে ভারতে বাণিজ্য করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। যথারীতি এমন সিদ্ধান্তে যে তারা পুরোপুরি সফল, তাও দেখা গেল মুক্তির চারদিনে বক্স অফিস দেখে!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েই মাত্র চারদিনে ভারতীয় কিশোর নীল শেঠি অভিনীত ছবিটি আয় করে নিয়েছে ৫৪ কোটি রুপি। এমন সাফল্য সাধারণত বলিউডের সুপারস্টার অভিনীত কোনো তারকার সিনেমার ক্ষেত্রেও দেখা যায় না। এমন সাফল্যে অভিভূত গোটা ‘জঙ্গল বুক’-এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ঠরা। তাছাড়া ছবিটি চলতি বছরে মুক্তির প্রথম দিনে বলিউডে সবচেয়ে বেশি আয় করা ছবি হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছে। প্রথমস্থানে আছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘এয়ারলিফট’।

পোস্টার, টিজার আর ট্রেলারে বিশ্ব সিনেমার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ‘দ্য জঙ্গল বুক’ সিনেমাটি। হলিউডের প্রেক্ষাগৃহগুলো ছবিটি মুক্তি পাবে আসছে ১৫ এপ্রিল। কিন্তু তার আগে সাম্প্রিতিক ইতিহাসে প্রথম কোনো সিনেমা হলিউডের একসপ্তাহ আগে মুক্তি পেল ভারতীয় প্রেক্ষাগৃহে। ছবিটি পরিচালনা করেছেন জন ফেব্রুয়া। অজগর কায়ের চরিত্রে গলা দিয়েছেন স্কারলেট জনসন। এছাড়াও আছেন, বেন কিংস্লে (বাঘিরা), ইদ্রিশ এলবা (শের খান), বিল মুরে (ভালু)। ভারতে মুক্তি পেলেও আসছে ১৫ এপ্রিল মুক্তি পাবে হলিউডের পর্দায়!

সূত্র:বাংলামেইল২৪ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/