Home / প্রচ্ছদ / জলাবদ্ধতায় ধর্মীয় কার্যক্রম ব্যাহত : উখিয়ায় ইউএনও’র মন্দির পরিদর্শন

জলাবদ্ধতায় ধর্মীয় কার্যক্রম ব্যাহত : উখিয়ায় ইউএনও’র মন্দির পরিদর্শন

হুমায়ুন কবরি জুশান,উখয়িা

সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে উখিয়ার সনাতনী ধর্মাবলম্বীদের একমাত্র উপাসনালয় উখিয়া মহাকাল ভৈরব মন্দিরটি দীর্ঘ মেয়াদী জলাবদ্ধতা হয়ে পড়ার কারণে ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস ভৈরব মন্দির পরিদর্শন করে জলাবদ্ধতার বাস্তব চিত্র প্রত্যক্ষ করে মর্মাহত হন। এ সময় তিনি বলেন, ভৈরব মন্দির যেন জলাবদ্ধতার শিকার না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্দির কমিটিকে পরামর্শ দিয়ে বলেন, এজন্য সরকারি তহবিল থেকে সহায়তা প্রদানের আশ্বস্থ করেন। পরে ইউএনও দূর্গা মন্দির ও শশ্মান পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএইচএম মাহফুজুর রহমান, সার্ভেয়ার আবদুল মওলা, উখিয়ার সমাজ শশ্মান ভৈরব ও দূর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃদুল আইচ, সহ-সভাপতি রতন দেওয়ানজী, সাধারণ সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, ঝুলন কান্তি দে, পুরহিত বিমল চক্রবর্তী, জয়দীপ রুদ্র, সুজন দেবনাথ, পূজা বিষয়ক সম্পাদক ইমন মলি­ক বাবু, কাজল ধর, কাজল বিশ্বাস ও গোপাল ধর প্রমূখ।

Share

Leave a Reply

x

Check Also

জালালাবাদ ও রশিদনগরে কোরআন শরীফ বিতরণ ঈদগাঁও ঐক্য পরিবারের

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে ...

%d bloggers like this: