স্বাধীনতার মহান স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকীর ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সদর উপজেলা আওয়ামীলীগ ১২ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করে। সোমবার সদর উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিকাল ৩টার সময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৫ আগস্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। জরুরী সভায় বক্তব্য রাখেন ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার পি.এম.খালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাবুল, খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চৌফলদন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এহেসানুল হক, সাধারণ সম্পাদক শাহাজাহান মুনির, পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক রফিক আহমদ ঈদগাঁহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, জালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাক্তার মমতাজুল হক, ইসলামাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিমু, বাবুল ইসলাম বাহাদুর, আব্দুল কাদের, আবদুল হক জিকু, বদিউল আলম আমির, লুৎফুর রহমান আজাদ, মোঃ মহিদুল্লাহ, প্রভাষক নুরুল হুদা, এডঃ ছৈয়দ রেজাউর রহমান, আতাউস সামাত টিটু, দিদারুল আলম, মুফিজ উদ্দিন, সরওয়ার আলম, হেলাল উদ্দিন, মোঃ শাহাজান ছিদ্দিকী, জেলা ছাত্রলীগ নেতা এম ফিরোজ উদ্দিন খুকা প্রমুখ।
শোক দিবসের কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগস্ট সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা আর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মালাদান, সকাল ৯টায় কোরআনখানি ও মিলাদ মাহ্ফিল এবং সকাল ১১টায় ঈদগাও পাহাড়িকা কমিউনিটি সেন্টারে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কাঙ্গালী ভোজের আয়োজন।
এছাড়া আগামী ১৮ আগস্ট কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা।
এছাড়া সদর উপজেলা আওয়ামীলীগের আওতাধীন ১০ আগস্ট জালালাবাদ ইউনিয়ন ২০ আগস্ট চৌফলদন্ডী ইউনিয়ন, ২১ আগস্ট ঈদগাঁও ইউনিয়ন, ২২ আগস্ট ভারুয়াখালী ইউনিয়ন, ২৫ আগস্ট ঝিলংজা ইউনিয়ন, ২৬ আগস্ট খুরুশকুল ইউনিয়ন, ২৭ আগষ্ট পোকখালী ইউনিয়ন, ২৮ আগস্ট পি.এম.খালী, ২৯ আগস্ট ইসলামপুর ইউনিয়ন, ৩০ আগস্ট ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হবে। উক্ত সকল কর্মসূচী সফল করার জন্য সদর উপজেলা আওয়ামীলীগের জরুরী সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।
You must log in to post a comment.