Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / শিক্ষা-দিক্ষা / জালালাবাদে শিক্ষক আবদুল আজিজের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

জালালাবাদে শিক্ষক আবদুল আজিজের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা

https://i1.wp.com/coxview.com/wp-content/uploads/2021/02/Farewell-reception-Abdul-Aziz-Sagar-10-2-21.jpg?resize=620%2C349

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক, অভিভাবক এসএমসি ও পিটিএ কর্তৃক আয়োজিত সহকারি শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাজিবুল হক চৌধুরী রিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ বেলাল হোছাইন।

উপস্থিত ছিলেন, হাবিবুর রহমান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুহাম্মদ রফিকুল ইসলাম প্রধান শিক্ষক, ঈদগাঁও স:প্রা:বি:, ফরিদুল আলম, প্রধান শিক্ষক, উত্তর লরাবাক সিকদারপাড়া স:প্রা:বি:, এমরান আলী চৌধুরী, প্রধান শিক্ষক, মোহনবিলা স:প্রা:বি:, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, দ. লরাবাক জমিরিয়া স:প্রা:বি:, ছলিম উদ্দীন, প্রধান শিক্ষক, দক্ষিণ মাইজপাড়া স:প্রা:বি:, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, পিটিএ কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এবং আরো অনেকে। বিদায় অতিথিকে বিদায় স্মারক, মানপত্র ও সৌজন্য উপহার প্রদানসহ বিদায় অতিথির স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করা হয়।

Leave a Reply

%d bloggers like this: