প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় দুই গ্রামবাসীর মধ্যে সৃষ্ট দাঙ্গা থামাতে গেলেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। শনিবার (১ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি সদর উপজেলার রামু-কক্সবাজার সড়ক সংলগ্ন ঝিলংজা ইউনিয়নের পশ্চিম ও পূর্ব মোক্তারকুল গ্রামবাসীর মধ্যে সৃষ্ট দাঙ্গা থামাতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এমপি কমল উভয় গ্রামবাসীর সাথে বৈঠক করে স্থায়ী ভাবে বেড়িবাঁধ নির্মাণসহ পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
এতে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, সাংসদের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, তরুন আওয়ামীলীগ নেতা টিপু সুলতান, ব্যবসায়ি জাফর আলম কোম্পানি, জেলা ওলামালীগের সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুচ্ছালাম জিহাদী, জেলা বঙ্গবন্ধু জয়বাংলালীগের সাধারণ সম্পাদক এম. দেলোয়ার হোসেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য শাহদাত উল্লাহ সাজু, আওয়ামীলীগ নেতা এনামূল হক, নুরুল ইসলাম, সরওয়ার, গিয়াস উদ্দিন, আলমগীর, মোস্তফা ও আমিনুল হক প্রমূখ।
এদিকে, টানা বর্ষনে ফের সৃষ্ট বন্যায় পানি নিস্কাশন নিয়ে গেল কয়েকদিন ধরে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম ও পূর্ব মোক্তারকুল গ্রামবাসীর মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় দাঙ্গার ঘটনা ঘটে। অবশেষে সাংসদ কমলের উদ্যোগে এ বিরোধের অবসান ঘটল।
You must be logged in to post a comment.