কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ আগস্ট সকালে টেকনাফ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর আলম দ্বীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী দেবতোষ দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ন চাকমা, শিশু বিশেষজ্ঞ ডাঃ আতাউর রহমান, মেডিকেল অফিসার ডাঃ টিটু চন্দ্র শীল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফডিএসআরের ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৈৗধুরী, আইসিডিআরবির অমিত বনিক, সিলেট যুব একাডেমীর হাবিবুর রহমান, মেরী স্টোপসের তাতু বড়য়া, হিতৈষী বাংলাদেশের তোজাম্মেল হোসেন প্রমুখ।
You must be logged in to post a comment.