কক্সবাজার জেলার সীমান্ত উপজেলা টেকনাফে অভিযান চালিয়ে প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। জানা যায়, ১ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮ টায় টেকনাফ ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফ নতুন জেটিঘাটের দক্ষিণ পার্শ্বে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় প্রায় ৪ কোটি ২০ লক্ষ টাকা মূল্যমানের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করে আটক করা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.